ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না: শহীদ আফ্রিদি

সদ্য শেষ হওয়া সিরিজে নিউজিল্যান্ডের কাছে নাকানি-চুবানি খেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের এমন বাজে পারফরম্যান্সে এবার চটেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মিসবাহদের কঠোর সমালোচনাও করলেন তিনি।



গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিসবাহ দেশের হয়ে অনেক কিছুই অর্জন করেছেন (খেলোয়াড়ী জীবনে)। তবে তার দলের খেলা উচিত সাহস নিয়ে। মুরগির কলিজা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না। যারা চাপে ভেঙে পড়ে না, তারাই কেবল সফল হতে পারে এখানে।’


দলের বাজে পারফরম্যান্সে পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে এখন আলোচিত আরেক ইস্যু মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মোহাম্মদ আমিরের অবসর। বিশেষ করে বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে আমিরের নানা অভিযোগ, এই দুজনের কথার লড়াই নিয়ে চলছে তোলপাড়। আফ্রিদি এখানে আঙুল তুললেন ওয়াকারের দিকেই।

ads

Our Facebook Page